দেশের ১৫টি প্রদেশে টেলিযোগাযোগ সমস্যা সমাধান করতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করেছে আফগানিস্তান টেলিযোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(সংক্ষেপে ARTA)। এই উদ্যোগের ফলে প্রদেশগুলোর আওতাধীন ১০৪টি প্রত্যন্ত জেলায় ১৪৯টি টেলিযোগাযোগ সাইট বা টাওয়ার নির্মাণ করা হবে। এতে ব্যয় নির্ধারিত হয়েছে প্রায় ১৪মিলিয়ন ডলার।
সংশ্লিষ্ট সাইট স্থাপনের কাজটি আফগান ১০ম জাতীয় টেলিকম উন্নয়ন প্রকল্পের ৩য় লটের অন্তর্ভুক্ত। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আফগান টেলিকম ও এতিসালাত কোম্পানি দুটিকে সাইট স্থাপন কাজে মনোনীত করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই সকল তথ্য প্রদান করেছেন ইমারতে ইসলামিয়া সরকারের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মৌলভী নাজিবুল্লাহ হায়াত হাক্কানি হাফিযাহুল্লাহ। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট প্রকল্পের ১ম ও ২য় লটে টেলিযোগাযোগ সাইট নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মন্ত্রী নাজিবুল্লাহ হাফিযাহুল্লাহ তার বক্তব্যে দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এছাড়া দেশের পিছিয়ে পড়া অঞ্চলসমূহে টেলিযোগাযোগ পরিষেবা বিস্তৃত করতে মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন।
১০ম জাতীয় টেলিকম উন্নয়ন প্রকল্পের আওতায় সর্বমোট ৫১০টি টেলিযোগাযোগ সাইট স্থাপনের কাজ অনুমোদিত হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের পিছিয়ে পড়া অনেক এলাকায় উন্নত টেলিযোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা প্রসার লাভ করবে। ফলে অঞ্চলগুলোতে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পথ আরও সুগম হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
1. 149 communication sites to be constructed in over 100 Underserved districts of Afghanistan
– https://tinyurl.com/mvvvc5bc