গাজার মসজিদে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১

1
54

ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে অতর্কিত বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলে। এ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯৩ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে। বহু ফিলিস্তিনি মসজিদটিতে আশ্রিত ছিলেন বলে জানা গেছে।

৭ অক্টোবর গাজা যুদ্ধের এক বছর পূর্তি হচ্ছে। গত বছরের এই দিনে গাজায় নজিরবিহীন হামলা শুরু করেছিল ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ৯৭ হাজার মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত এক বছরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করে দিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বোমাবর্ষণে গাজার এক হাজার ২৪৫টি মসজিদের মধ্যে ৮১৪টি মসজিদ মাটির সাথে মিশে গেছে এবং আরও ১৪৮টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


তথ্যসূত্র:
1.New Israeli massacre in Gaza claims 18 lives in airstrike on mosque
– https://english.wafa.ps/Pages/Details/149958
2.Israeli strike on Gaza mosque kills 21, massive blasts rock Beirut
– https://tinyurl.com/mrxn854w

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭ জন; ক্ষতিগ্রস্ত ৭০,০০০ কৃষক
পরবর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে মারল যুবলীগ কর্মী