পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে মারল যুবলীগ কর্মী

0
99

মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী নামে এক মুদি দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালী রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার এলাকার মৃত জয়নাল ঢালীর ছেলে। স্থানীয় ধলাগাঁও বাজারে তার একটি মুদি দোকান ছিল।

স্থানীয়রা জানান, সদরের ধলাগাঁও বাজারের মুদি দোকানদার করিম ঢালী ওরফে টুনু ঢালীর দোকান থেকে বাকিতে বিভিন্ন জিনিস কেনে প্রতিবেশী মোশারফ হালদার। কিন্তু কয়েক মাস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ।

০৬ অক্টোবর, রোববার বিকেল ৩টার দিকে পাওনা টাকার জন্য টুনু ঢালী মোশারফের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদারসহ আরও কয়েকজন মিলে তাদের বাড়ির ভেতরে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত টুনু ঢালী নিজ বাড়িতে আসার পর মারা যান।

পুলিশ আসার আগেই সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার পালিয়ে যায়।


তথ্যসূত্রঃ
১. পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে মারল যুবলীগ কর্মী
– https://tinyurl.com/3zkvzzwt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজার মসজিদে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ২১
পরবর্তী নিবন্ধ৭ অক্টোবর সামনে রেখে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ, সংঘর্ষ