৭ই অক্টোবর, আফগানিস্তানের ইতিহাসে অন্যতম একটি কালো দিন

0
280

২৩ বছর আগের ঘটনা। ২০০১ সালের ৭ অক্টোবর! আফগান ভূমিতে বিমান হামলার মাধ্যমে ভয়াবহ আগ্রাসন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলার পর থেকে মার্কিন সামরিক আগ্রাসন পরবর্তী ২০ বছর পর্যন্ত স্থায়ী ছিল। এই সময়ে অগণিত নিরীহ মুসলমান শহীদ ও আহত হয়েছিল, অনেককে কারাবরণ করতে হয়েছিল, এছাড়া অসংখ্য পরিবার হয়ে পড়েছিল উদ্বাস্তু।

তাই ৭ই অক্টোবরকে আফগান ইতিহাসের একটি কালো দিন হিসেবে অভিহিত করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উপলক্ষে বিগত ৭ই অক্টোবর একটি বিবৃতি প্রকাশ করেছে তালেবান প্রশাসন।

পশ্চিমা দখলদারগণ আফগান মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল একটি পুতুল সরকার। তারা আফগানবাসীর ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির কোন তোয়াক্কাই করে নি। এই দুই দশকে আফগান অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন হায়েনাদের অন্যতম উদ্দেশ্য ছিল মধ্য এশিয়া তথা আফগানিস্তান দখলের মাধ্যমে পুরো এশিয়া মহাদেশ নিয়ন্ত্রণ করা।

কিন্তু আফগান জনগণ এই দখলদারিত্ব মেনে নেয় নি। মুজাহিদ ও মুসলমানগণ অত্যন্ত দৃঢ়তা, ত্যাগ ও ধৈর্য প্রদর্শন করেছিল। তাঁরা তালেবানের নেতৃত্বে জিহাদ ফী সাবিলিল্লাহ তে অংশগ্রহণ করেছিলেন। অবশেষে মহান আল্লাহর সাহায্যে ২০২১ সালের ১৫ই আগস্ট ইমারতে ইসলামিয়ার মুজাহিদগণ পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। মার্কিন বাহিনী ও তার মিত্রশক্তি অপমানের সাথে পরাজিত হয়। সর্বশেষ মার্কিন সেনা একই বছরের ৩১শে আগস্ট আফগান ভূমি ত্যাগ করে। এভাবে একটি দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘটে।

মার্কিন দখলের অবসানের পর আফগানিস্তানে আজ ইসলামী শরীয়াহ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিবৃতির মাধ্যমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। পাশাপাশি জিহাদে শহীদ, আহত ও ভুক্তভোগী মুসলমানদের প্রতি এতে দুআ ও সম্মান ব্যক্ত করা হয়েছে। ভবিষ্যতে যে কোন সংকট মোকাবেলায় পূর্বসূরিদের রেখে যাওয়া ঈমান ও জিহাদের পথে চলতে এতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Refers to October 7 as “Dark Day” in Country’s History
– https://tinyurl.com/5n6p7bre
2. Statement of Islamic Emirate On the 23rd anniversary of the American Invasion of Afghanistan
– https://tinyurl.com/4z4xjpyj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা সীমান্তে এক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ
পরবর্তী নিবন্ধছাত্রদল নেতার আশ্রয়ে হলে থাকছে ‘হামলায় অংশ নেওয়া’ ছাত্রলীগের নেতাকর্মীরা