সোমালিয়ার জালাজদুদ রাজ্যের ইলদির শহরে কয়েকদিন ধরেই পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী ও আন্তর্জাতিক জোট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। ফলে হাতাহত হচ্ছে ডজনকে ডজন শত্রু সৈন্য।
প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের সামরিক নেতৃত্ব গত ৭ অক্টোবর এই অঞ্চলে যৌথ বাহিনীর উপর মুজাহিদদের হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে বলা হয়েছে যে, গত ৬ অক্টোবর রবিবার, মুজাহিদিনরা মহান আল্লাহ তাআ’লার সাহায্যে, ভাড়াটে ক্রুসেডার এবং ধর্মত্যাগী (মুরতাদ) মিলিশিয়াদের লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সফল আক্রমণ চালিয়েছেন। অভিযানটি জালাজদুদ রাজ্যের পূর্বে ইলদির শহরে শত্রু অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে।
বিবৃতি অনুসারে: “ইলদির শহরে তীব্র কয়েক ঘন্টার যুদ্ধের পর, ক্রুসেডার ও ধর্মত্যাগী মিলিশিয়াদের পরাজিত করতে সক্ষম হন মুজাহিদগণ। ফলশ্রুতিতে শত্রু বাহিনীর উচ্চপদস্থ সামরিক অফিসারসহ অন্তত ২৩ সেনা সদস্য নিহত এবং আরও অনেক সদস্য আহত হয়। অন্যরা নিজেদের জীবন বাঁচাতে নিহত সেনাদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রে ফেলে রেখেই পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে মুজাহিদগণ প্রচুর সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেন।
বিবৃতিটিতে আরও যোগ করা হয়েছে যে, গত শুক্রবারও ইলদির শহরের উপকণ্ঠে নিনেনলে এলাকায় আরও একটি সফল অভিযান পরিচালনা করছেন মুজাহিদগণ। উক্ত অভিযানে অন্ততপক্ষে ১৩ সেনা সদস্য নিহত হয় এবং আরও ২৬ সেনা সদস্য আহত হয়েছে।