ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে থামছেই না ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির নৃশংস হামলায় একদিনে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৯০৯ জনে পৌঁছেছে এবং অব্যহত এই হামলায় আরও অন্তত ৯৭ হাজার ৩০৩ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে ৭ অক্টোবর, সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের আল-ফুরকান মসজিদের কাছে একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। শিবিরের অন্যান্য স্থানে দুটি পৃথক বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, খান ইউনিসের পূর্ব ও পশ্চিমে পৃথক হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এছাড়াও, রাফাহ শহরে মিরাজ এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয় এবং খিরবেত আল-আদেস এলাকায় হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনি ছিটমহলটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ ফিলিস্তিনি। হামলার বছরপূর্তি হলেও এখনো যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। উল্টো প্রতিদিন শোনা গেছে ক্ষেপণাস্ত্র হামলা ও মৃত্যুর খবর।
তথ্যসূত্র:
1. Israel kills 77 in Gaza, pounds Lebanon as war rages on after a year
– https://tinyurl.com/kwdcu9up