সানজুলি মসজিদের তিনটি ফ্লোর ধ্বংসের নির্দেশ দিলো হিন্দুত্ববাদী আদালত

0
84

ভারতের হিমাচল প্রদেশের সানজুলি মসজিদের উপরের তিনটি ফ্লোর ধ্বংস করে দেওয়ার আদেশ জারি করেছে শিমলা পৌর কমিশনার আদালত। মসজিদের তিনটি ফ্লোর ধ্বংস করার জন্য মসজিদ কমিটি এবং ওয়াকফ বোর্ডকে দুই মাসের সময় দেওয়া হয়েছে। এই মামলা ২১শে ডিসেম্বর পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানানো হয়।

ওয়াকফ বোর্ডের এডভোকেট বিএস ঠাকুর আদালতের এই নির্দেশের সত্যতা নিশ্চিত করে বলেছে, এই কাজের ব্যয়ভার মসজিদ কমিটিকেই বহন করতে হবে এবং মসজিদের অবশিষ্ট কাঠামোর ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, শিমলা অঞ্চলে ১৯০৭ সালে নির্মিত হয় ঐতিহাসিক এই সানজুলি মসজিদ। সময়ের সাথে সাথে প্রয়োজনের স্বার্থে মসজিদ সম্প্রসারণের কাজ করেন মুসলিমরা। ২০০৭ সালে মসজিদের কয়েকটি ফ্লোর বাড়ানো হয়। এরপর ২০২৪ সালে এসে হিন্দু সংগঠনগুলো এই মসজিদ নির্মাণকে অবৈধ আখ্যায়িত করে বিক্ষোভ শুরু করলে সানজুলি মসজিদ নিয়ে বিরোধ শুরু হয়। এখন হিন্দুত্ববাদী আদালত মসজিদের উপরের তিনটি ফ্লোর ধ্বংসের রায় দেওয়ার পর হিন্দুরা আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেছে।


তথ্যসূত্র:
১. Shimla Court orders demolition of top three floors of Sanjauli mosque
– https://tinyurl.com/3cjud4xm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি নৃশংসতায় গাজা ভুখণ্ডে প্রাণ গেলো ৭৭ ফিলিস্তিনির
পরবর্তী নিবন্ধগাজায় প্রতি ৫৫ জনে একজনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল