গাজায় প্রতি ৫৫ জনে একজনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
39

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। গত এক বছরে সন্ত্রাসী ইসরায়েলের হামলা ও অভিযানে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহত হয়েছেন অন্তত ৪১ হাজার ৯০৯ জন। জনসংখ্যার হিসেবে গাজার প্রতি ৫৫ জনের একজনকে হত্যা করেছে ইসরায়েল।

ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ব্যক্তিদের ৬৯ ভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু ২৮ হাজার ১০২ জন। শিশু ১৬ হাজার ৭৫৬ জন। আর নারী ১১ হাজার ৩৪৬ জন।

এই এক বছরে ইসরায়েলের হামলায় আহত হয়েছেন অন্তত ৯৭ হাজার ১৬৬ ফিলিস্তিনি। গাজার মোট জনসংখ্যার হিসেবে ইসরায়েলের হামলায় প্রতি ২৩ জনের একজন আহত হয়েছেন।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। কারণ, শুধু হাসপাতালে আসা হতাহত ব্যক্তিদের ভিত্তিতেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইসরায়েলি বাহিনীর বিরামহীন হামলার কারণে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অনেক মরদেহ হাসপাতাল পর্যন্ত আসেনি।

এ ছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি ও স্থাপনার ধ্বংসস্তূপের নিচে ১০ হাজারের বেশি মরদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলা এবং পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম না থাকায় এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে যেহেতু গত এক বছরে বেশ কয়েকবার গাজার টেলিযোগাযোগ ও ইন্টারনেটব্যবস্থা ভেঙে পড়েছে এবং আন্তর্জাতিক সাংবাদিকরাও সেখানে প্রবেশ করতে পারছেন না, তাই হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া বেশ কঠিন। এছাড়া গাজার ধ্বংসস্তূপের নিচে অনেক লাশ চাপা পড়ে আছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. One year of Israel’s war on Gaza
– https://tinyurl.com/49wrsvbr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসানজুলি মসজিদের তিনটি ফ্লোর ধ্বংসের নির্দেশ দিলো হিন্দুত্ববাদী আদালত
পরবর্তী নিবন্ধঢাকা কলেজে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করলো ছাত্রদল