গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি

0
46

গাজার কেন্দ্রীয় অংশের আল-বুরেইজ শরণার্থী শিবির সহ কয়েকটি স্থানে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ওই অঞ্চলের বেসামরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী ০৮ অক্টোবর, মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে মোট আটটি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো ২৭৮ জন আহত হয়েছে।

আল-বুরেজ শরণার্থী শিবিরের আব্দুল হাদি পরিবারের তিনতলা একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ হামলায় ছয় শিশু এবং দুই নারীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে।

নিহতদের দেহ ও আহতদের নুসেইরাত শিবিরের আল-আওদা হাসপাতাল এবং দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। আল-আওদা হাসপাতালের কর্মীরাও এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের উত্তরে একটি পানি বিতরন কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷

গাজা ইউরোপিয়ান হাসপাতালের মেডিকেল সূত্র জানায় যে দখলদাররা রাফাহ শহরের উত্তরে খিরবেত আল-আদাসে একদল বেসামরিক নাগরিকের ওপর বোমা হামলার পর ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে গাজার মধ্য ও উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান জাবালিয়ায় অব্যাহত রয়েছে, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে দখলদার সেনারা স্থল হামলা শুরু করেছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৪১,৯৬৫ জন নিহত হয়েছে, এবং আরো ৯৭,৫৯০ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Israeli strikes kill dozens in Gaza as grisly anniversary passes
– https://tinyurl.com/bdfrxzy3
2.Death toll across Gaza Strip surges to 41,965, over 97,590 injured
– https://english.wafa.ps/Pages/Details/150090

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা কলেজে শিক্ষার্থীকে রাতভর নির্যাতন করলো ছাত্রদল
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন