০৯ অক্টোবর, বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গাজার একটি মেডিকেল সূত্র জানিয়েছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে বর্বর ইসরায়েলি হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয় দেওয়া একটি বাড়ি এবং একটি তাঁবু লক্ষ্য করে দুটি বিমান হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থী শিবির জুড়ে মৃতদেহগুলি রাস্তায় পড়ে ছিল কারণ সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী মেডিক্যাল টিমকে এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল।
গাজার সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে যে গাজা শহরের শেজাইয়া এলাকার পাশের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলার পর চিকিত্সকরা শিশুসহ নয়জনের মৃতদেহ উদ্ধার করেছে।
একজন প্রত্যক্ষদর্শী আনাদোলুকে বলেছেন, “এই নতুন হত্যাকাণ্ডে একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।”
আনাদোলুর একজন প্রতিবেদকের জানিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার চারপাশে সব দিক থেকে কঠোর অবরোধ দিয়ে গাজা শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৪২,০০০ জন নিহত হয়েছে, এবং আরো ৯৭,৫৯০ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. At least 17 killed in relentless Israeli airstrikes across Gaza
– https://tinyurl.com/5bt4e3u6