গাজায় আশ্রয়কেন্দ্রের একটি স্কুলে ইসরায়েলের বর্বর হামলায় ২৮ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৫৪ জন আহত হয়েছে। ১০ অক্টোবর, বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গাজার দেইর আল বালাহের একটি আশ্রয়কেন্দ্রের স্কুলে ওই হামলা করা হয়। এতে ২৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৪ জন আহত হয়েছে। পরে উদ্ধার কর্মীরা অ্যাম্বুলেন্সের সাহায্যে আহতদের হাসপাতালে নিয়ে গেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ হয়েছে। স্কুলটি বাস্তুচ্যুত পরিবারদের জন্য আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
এদিন দেইর আল-বালাহ শহরে রেড ক্রিসেন্টের সদর দপ্তরের কাছে অবস্থিত রুফাইদা আল-আসলামিয়া স্কুলে এই হামলা হয়। হামলাস্থলের ভিডিওতে ধোঁয়া ও ধুলার মধ্যে লোকজনকে আহতদের সাহায্য করতে দৌড়াতে এবং কয়েকজন শিশুকে স্থানীয় আল-আকসা হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।
গাজা উপত্যকাজুড়ে যুদ্ধ শুরুর পর থেকে ১৯ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং অনেক স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট ৪২,০৬৫ জন নিহত হয়েছে, এবং আরো ৯৭,৮৮৬ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
তথ্যসূত্র:
1. Israeli Attack on Deir al-Balah School Shelter Kills Dozens; Northern Gaza Siege Targets Hospitals
– https://tinyurl.com/5bke3pn3
2.Middle East live: 28 killed, 54 wounded in Israeli strike on Gaza school as Lebanon peace talks ‘intensify’
– https://tinyurl.com/k5z53fu6