তালেবান সরকার পুনর্গঠনের পর থেকে ইতোপূর্বে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কয়েকটি কারখানা সচল করা হয়েছে। এছাড়া বিভিন্ন কারখানার উৎপাদন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এরূপ একটি রাষ্ট্রায়ত্ত কারখানা হল বালখ প্রদেশে অবস্থিত সার ও তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিগত বছরে (১৪০২ হিজরি সৌরসাল) ৩৫ হাজার ২১৯ টন ইউরিয়া উৎপাদন করেছে কারখানাটি।
এই কারখানার বর্তমান পরিচালক হাজী মাওলানা নসরুল্লাহ খালিকদাদ হাফিযাহুল্লাহ। এতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৩০০ জন কর্মী। এতে উৎপাদিত ইউরিয়া সার দেশের চাহিদার একটি বড় অংশ পূরণ করে চলেছে। এছাড়া প্রয়োজনীয় কিছু গ্যাস ও তরল পণ্য এটি উৎপাদন করে থাকে। যেমন: অ্যামোনিয়া, কার্বন-ডাই-অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন ও ডিস্টিল্ড ওয়াটার। বিভিন্ন হাসপাতাল ও শিল্প কারখানায় এখান থেকে অক্সিজেন সরবরাহ করা হয়ে থাকে।
উন্নত মানসম্পন্ন হওয়ায় আফগান কৃষি বাজারে এটির উৎপাদিত ইউরিয়া সারের ব্যাপক চাহিদা রয়েছে। কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও উন্নত যন্ত্র-সরঞ্জামাদি স্থাপনের মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে উক্ত কারখানাটির পরিচালক।
তথ্যসূত্র:
1. Balkh Fertilizer Factory produces over 35000 tons of Urea last year
– https://tinyurl.com/mrjfh74v