বিগত ৩ বছরের তালেবান শাসনামলে আফগানিস্তানের খনিজ তেল আহরণ ও পরিশোধন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। দেশটির সর্বমোট চাহিদার ৮০ শতাংশ ডিজেল জ্বালানি এখন দেশেই উৎপাদিত হচ্ছে। খনিজ তেল পরিশোধন সংক্রান্ত ইউনিয়নের কর্মকর্তাগণ এই তথ্য জানিয়েছেন।
তারা আরও জানান, খনিজ তেল পরিশোধন খাতে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করে যাচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। ফলে এই খাতটি দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক মানের তেল শোধনাগার এখন আফগানিস্তানেই রয়েছে। ফলে বিদেশ থেকে ডিজেল তেল আমদানি যথেষ্ট হ্রাস পেয়েছে। দেশের চাহিদার কেবলমাত্র ২০ শতাংশ ডিজেল তেল বর্তমানে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়নের ডেপুটি জাবিউল্লাহ নাযারি হাফিযাহুল্লাহ।
অপরদিকে আমু দরিয়া অববাহিকায় খনিজ তেল উত্তোলন সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইমারতে ইসলামিয়ার পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া হেরাত তেল খনিতে বিনিয়োগ বাড়াতে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়টি। ফলে অতি শীঘ্রই ডিজেল জ্বালানি খাতে আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে বলে মনে করছেন বিশ্লেষকগণ।
তথ্যসূত্র:
1. Afghanistan reaches self-sufficiency in producing diesel fuel by 80%
– https://tinyurl.com/2j29x9em