আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে নিজ সংগঠনের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল আমান। কলেজের ইন্টারমিডিয়েট পর্যায়ের এক শিক্ষার্থীকে মারধর ও সংগঠনের কিছু নেতা-কর্মীর অপকর্মের প্রতিবাদ করে তিনি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
এর আগে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত অভিযোগ দিয়ে শাখা ছাত্রদলের আহবায়ক মো. সোহেল আহমেদসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান রফিকুল আমান। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত জানেন না বলে জানিয়েছেন তিনি। ঘটনার সময়কার ভিডিও ফুটেজেও তাকে মারধর করতে দেখা গেছে।
রফিকুল আমান শনিবার সকালে বলেন, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক মো. সোহেল আহমেদ এবং কর্মী জামিল, ফয়সাল, শুভ ও সাদ আধিপত্য বিস্তারের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অনুপ্রবেশ করিয়েছে। তারা বহিরাগতদের কলেজে এনে পরিবেশ নষ্ট করছে। মাদক বিক্রি, সেবন ও শিক্ষার্থীদের ওপর মারধরের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।
ক্যাম্পাসের আশেপাশের মার্কেট ও দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ করায় তারা মেরে ফেলার হুমকি দেয় অভিযোগ করে আমান বলেন, গত ৩ অক্টোবর কলেজের ইন্টারমিডিয়েটে পড়া দু’জন শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় সোহেল ও তার সমর্থকরা নিজেদেরকে জড়িয়ে ফেলে। তারা দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, দা, ছুরি নিয়ে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ছাত্রদলের সদস্য সচিব শেখ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহবায়ক সম্রাট শিকদারের অনুসারী ও শিক্ষকদের চেষ্টায় তাকে রক্ষা করা সম্ভব হয়।
কলেজের এমন পরিস্থিতি দেখে বিষয়টি জানাতে ছাত্রদলের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গত ৬ অক্টোবর অধ্যক্ষের কক্ষে যান জানিয়ে রফিকুল আমান বলেন, এদিন সোহেল ও তার সমর্থকরা তাদের অনুসরণ করে। পরে শিক্ষক প্রতিনিধির সহযোগিতায় কলেজ থেকে বের করে তারা ৩০-৪০ জন মারধর শুরু করে।
একপর্যায়ে মগবাজারের পরিত্যক্ত ভবনের কাছে নিয়ে হাতুড়ি, রড, ইটের টুকরো ও লাঠি দিয়ে পায়ে আঘাত করতে থাকে জানিয়ে তিনি বলেন, তারা বলতে থাকে, ‘ওপরের নির্দেশ আছে। প্রথমে তোর পাঁ ভাঙতে হবে। পরে মেরে লাশ গুম করে দিতে হবে।’ পরে স্থানীয় কিছু প্রভাবশালী ছেলে এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি হামলাকারীদের সংগঠন থেকে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তথ্যসূত্র:
১. নিজ সংগঠনের নেতাদের মারধরের শিকার সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক
– https://tinyurl.com/2r8md7b5