ইসরায়েলি দখলদার বাহিনী ১২ অক্টোবর , শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে মোট পাঁচটি গণহত্যা চালিয়েছে, যার ফলে কমপক্ষে ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ২১৯ জন আহত হয়েছে।
এছাড়া এ পর্যন্ত ৯৮ হাজার ৩৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ৪২,১৭৫ জন নিহত হয়েছে, এবং অতিরিক্ত ৯৮,৩৩৬ জন আহত হয়েছে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু।
স্থানীয় সূত্র জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর একটি ড্রোন বিমান হামলায় শনিবার সন্ধ্যায় যুদ্ধ-বিধ্বস্ত গাজা উপত্যকার জাবালিয়া এবং আল-মাগাজাই শরণার্থী শিবিরে ছয় ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত এবং অন্যরা আহত হয়েছে
আল-মাগাজি শরণার্থী শিবিরের আল-উস্তা কেন্দ্রের পাশে বেসামরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়।
স্থানীয় সূত্র আরো জানায়, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো জাবালিয়া শরণার্থী শিবিরের আল-ইয়াফাভিয়ার পাশের আল-হার্শ পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় । এতে এক মহিলাসহ চার বেসামরিক লোক নিহত হয়েছ
এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলি গাজা শহরের পূর্বে, আত-তুফাহ পাড়ার একটি বাড়ি এবং গাজার দক্ষিণে জায়তুন পাড়ায় বেসামরিকদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Death toll in Gaza surges to 42,175, over 98,336 wounded
– https://tinyurl.com/uabdzt7z
2.Six Palestinians killed and others injured in Israeli airstrikes in Gaza
– https://tinyurl.com/4ey2nths