জায়োনিস্ট ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চল সম্পূর্ণরূপে ধ্বংস করতে এবং এই অঞ্চলের ফিলিস্তিনিদের নির্বাসিত করতে নতুন করে আক্রমণ শুরু করেছে। ফলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অঞ্চলটিতে তীব্র প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মুজাহিদগণ।
সূত্রমতে, আল-কাসসাম ব্রিগেডের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলি উত্তরাঞ্চলে আগ্রাসী ইসরায়েলি বাহিনীকে পতিহত করার চেষ্টা করছেন। এই লক্ষ্য গত ১২ অক্টোবর অঞ্চলটিতে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে অর্ধডজনেরও বেশি হামলা চালিয়েছেন মুজাহিদগণ।
আল-কাসসামের দেওয়া তথ্যমতে, এদিন উত্তরাঞ্চলে মুজাহিদদের নিক্ষিপ্ত “আল-ইয়াসিন ১০৫” শেলের আঘাতে জায়োনিস্ট বাহিনীর অন্তত ৪টি মার্কভা ট্যাংক, ২টি D9 বুলডোজার এবং সেনা সদস্যদের বহনকারী ১টি যান ধ্বংস হয়েছে। এছাড়াও বেশ কিছু সামরিক অবস্থান ও জড়ো হওয়া শত্রু বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল দ্বারা আঘাত হেনেছেন মুজাহিদগণ।
মুজাহিদদের এসকল অভিযানে অনেক জায়োনিস্ট সৈন্য হতাহত হয়। পরে ঘটনাস্থল থেকে হতাহত জায়োনিস্ট সৈন্যদের উদ্ধার করতে কয়েকটি সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায়।
অন্যদিকে, আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা এদিন উত্তরাঞ্চলে তাদের সবচেয়ে সফল অভিযানটি পরিচালনা করেন জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে। জানা যায়, ক্যাম্পটির একটি বাড়িতে মুজাহিদগণ জায়োনিস্ট সৈন্যদের প্রথমে প্রলুব্ধ করেন। আর জায়োনিস্ট বাহিনী বাড়িটিতে আসার আগেই সেখানে বিস্ফোরক ডিভাইস সেট করেন মুজাহিদগণ। জায়োনিস্ট সৈন্যরা বাড়ির নির্দিষ্ট স্থানে পৌঁছা মাত্রই মুজাহিদগণ সেট করে রাখা বিস্ফোরকগুলোর বিস্ফোরণ ঘটান। ফলশ্রুতিতে অন্তত ১৫ জায়োনিস্ট সৈন্য বাড়িটিতে হতাহত।