মুসলিম পরিচয়ের কারণে হাজী জমির শেখ নামক এক মুসলিম বৃদ্ধকে মারধর ও হেনস্তা করেছে উগ্রবাদী হিন্দুরা। গত ০৯ অক্টোবর মহারাষ্ট্রের আকোলা শহরে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী জমির হাজী স্থানীয় গণমাধ্যমকে জানান, ‘আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় কতিপয় উগ্রবাদী হিন্দু আমাকে ‘দাড়ি টুপিওয়ালা মাওলানা’ বলে গালি দেয় এবং পথ রোধ করে। পরে তারা মুসলিম পরিচয়ের কারণে প্রকাশ্যে মারধর ও হেনস্তা করে।’
তিনি আরো জানান, ‘সাত-আট জন স্থানীয় উগ্রবাদী হিন্দু নির্দয়-ভাবে মারধর করে। আমাকে ‘হারিয়ার পাঠ’ নামক ওই এলাকা দিয়ে আর কোনও দিন না যাওয়ার হুমকিও প্রদান করে তারা।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারধরের ফলে তার কব্জিতে গুরুতর জখম হয়েছে এবং তার পরনের জামাটিও ছিঁড়ে ফেলেছে উগ্রবাদী হিন্দুরা। এমনকি তার বাইকটিও ভেঙে ফেলেছে তারা।
ভুক্তভোগী হাজী জমির শেখ স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযুক্তদের থানায় নিয়ে এলে ঘটনা আরো উত্তপ্ত ও জটিল আকার ধারণ করে।
জমির হাজী নামক ওই মুসলিম স্থানীয়দের কাছে যথেষ্ট সম্মানের পাত্র। অপরদিকে হামলাকারীদের কে সমর্থন করেছে স্থানীয় উগ্রবাদী হিন্দুরা।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাতে জানা যায়, হামলাকারীদের থানায় আনার পার স্থানীয় হিন্দুরা তাদের মুক্তির জন্য থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরে বিক্ষোভকারীদের চাপের মুখে হামলাকারীদের মুক্তি দেয় পুলিশ।
জানা গেছে, হামলাকারীরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক।
থানার সামনে জড়ো হয়ে স্থানীয় উগ্রবাদী হিন্দুরা মুসলিমদের লক্ষ্য করে ‘পাকিস্তান যাও’, ‘কবরস্থান যাও’ এই ধরণের আক্রমণামত্মক স্লোগান দিতে থাকে।
তথ্যসূত্রঃ
1.India“Dadhi-Topi Wala Maulana”: Elderly Muslim Man ‘Attacked And Harassed’ By Mob in Maharashtra’s Akola
-https://tinyurl.com/5dxhceak