গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত ৫ ফিলিস্তিনি শিশু

0
24

১৩ অক্টোবর, রবিবার সন্ধ্যায় একটি নতুন ইসরায়েলি গণহত্যায়, পাঁচ শিশু নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজা শহরের উত্তরে অবস্থিত আল-শাতি (সৈকত) শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন আল-শাতি ক্যাম্পের একটি ক্যাফের কাছে খেলতে থাকা একদল শিশুকে আঘাত করে। বিমান হামলায় তাৎক্ষণিকভাবে পাঁচ শিশু নিহত হয় এবং আরও কয়েকজন আহত হয়।

এক বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজাতে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর অব্যাহত হামলা ও অভিযানে ইতিমধ্যে উপত্যকাটিতে নিহত হয়েছেন ৪২ হাজার ২২৭ জনেরও বেশি ফিলিস্তিনি।

ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক নিহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই প্রায় ১৭ হাজার। এমন তথ্যই জানিয়েছে গাজার স্থানীয় কর্তৃপক্ষ।


তথ্যসূত্র:
1. Occupation’s airstrikes claim the lives of five children in Gaza
– https://english.wafa.ps/Pages/Details/150301
2.Five children killed in Israeli attack on northern Gaza
– https://aje.io/epfyox?update=3244314

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলকৃত জম্মু ও কাশ্মীরে বিএসএফ সদস্যসের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনে নবায়ন হচ্ছে ১৫৮ আওয়ামী কর্মীর নিয়োগ