বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় ১৩ অক্টোবর, রবিবার মধ্য গাজায় এই ঘটনা ঘটে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, রবিবার নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় পুরো একটি পরিবার নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮০ জন আহত হয়েছেন। এ নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ২২৭ জনে।
আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৬৪ জনে। উত্তর গাজার সামরিক অবরোধের নবম দিনে প্রবেশের সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ৩০০ জন নিহত হয়েছেন। স্থল আক্রমণ এবং ড্রোন হামলায় খাদ্য ও পানির সরবরাহ কম থাকায় কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এর আগে, গাজার উত্তরাঞ্চলে রাস্তার মোড়ে খেলার সময় ড্রোন হামলায় পাঁচ শিশু নিহত হয়। তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার কিছু ছবিতে দেখো যায়, রক্তাক্ত মৃতদেহগুলো মাটিকে ছড়িয়ে রয়েছে। নিহত শিশু-কিশোরদের মধ্যে একজনের হাতে বেশ কয়েকটি কাঁচের মার্বেল আঁকড়ে ধরে থাকতে দেখা যায়।
একজন বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, আল-মুফতি নামে আরো একটি স্কুলে হামলায় আরো বেশ কয়েকজন নিহত হয়েছে। গাজার আশেপাশের শত শত বাস্তুচ্যুত মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। এ ছাড়া এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী বড় স্থল অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে আক্রমণ জোরদার করছে তারা। এরপর থেকে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া এ অঞ্চলের হাসপাতালগুলোতে সরবরাহ শেষ হয়ে যাচ্ছে বলে জানা গেছে।
তথ্যসূত্র:
1. ‘Israel’ burns Palestinians alive in Al-Aqsa Martyrs Hospital
– https://tinyurl.com/3ed3k4aw
2.Deadly fire rips through tents after Israeli attack on Gaza hospital
– https://aje.io/fbr2u5
3. Deadly Israeli strike sets tents ablaze on Gaza’s al-Aqsa hospital grounds
– https://tinyurl.com/24ph5uay