ইসরায়েলি সেনা ক্যাম্পে ড্রোন হামলায় নিহত ৪, আহত ৬৭

0
82

উত্তর ইসরায়েলের একটি সেনা ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ । এতে অন্তত চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনেরও বেশি। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

১৪ অক্টোবর, সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল ( ৩৩ কিলোমিটার) দূরে ওই ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর। আহতদের মধ্যে ৩৭ জনকে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার দিয়ে আটটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এমডিএ আরও জানিয়েছে, আহতদের মধ্যে নয়জনের অবস্থা বেশ গুরুতর, ১৮ জনের অবস্থা মাঝারি, ৩১ জনের আঘাত গুরুতর নয়।

এদিকে হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। তেল আবিব ও হাইফার মধ্যবর্তী অঞ্চল আইডিএফের গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।


তথ্যসূত্র:
1. Drone attack kills four Israeli soldiers and injures more than 60
– https://www.bbc.com/news/articles/c9dy294gweyo
2.Hezbollah drone attack kills 4 soldiers, injures more than 60 people in central Israel, officials say
– https://tinyurl.com/mrsmdfcv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় মুসলিমদের লক্ষ্য করে বিজেপি নেতার আক্রমণাত্মক বক্তব্য
পরবর্তী নিবন্ধগরুর গোবর পরিষ্কার করলে ক্যান্সার ভালো হয়ে যায় দাবী ভারতীয় মন্ত্রীর