গো-শালা পরিষ্কার ও গো-শালায় থাকলে ক্যান্সার নিরাময় হয় বলে দাবী করেছে উত্তর প্রদেশের এক মন্ত্রী। সে আরও দাবী করে গরুর পিঠে থাপ্পড় দিলে ব্লাড প্রেশারের ঝুঁকি কমে যায়।
১৪ অক্টোবর, সোমবার সঞ্জয় সিং গাঙ্গওয়ার নামক ওই মন্ত্রী উত্তরপ্রদেশের পাকাদিয়া এলাকায় ‘কানহা গো-শালার’ উদ্বোধনের সময় এই মন্তব্য করে।
বিজেপির এই নেতা ব্লাড প্রেশারে আক্রান্ত রোগীদের সকাল ও সন্ধ্যা দৈনিক দুইবার গরুর পিঠে থাপ্পড় দেওয়ার পরামর্শ দেয়। তার দাবী এর ফলে ওই রোগীর ঔষধের ডোজ দশ দিনের মধ্যে ২০ গ্রাম থেকে ১০ গ্রামে নেমে আনবে।
গরুর রোগ নিরাময়ের কথিত মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে সে বলে, ‘ যদি কোনও ক্যান্সার রোগী নিয়মিত গরুর গোবর পরিষ্কার করে এবং গো-শালায় নিয়মিত শুয়ে থাকে তাহলে তার ক্যান্সার সেরে যাবে।’
সে আরও দাবী করে গরুর গোবর পোড়ালে মশা দূরীভূত হয়। এছাড়াও সে গরুর উৎপাদিত বিভিন্ন জিনিসের মাহাত্ম্য বর্ণনা করে।
দলছুট গরুকে ঘাস খাওয়ানো নিয়ে তার কাছে আপত্তি করে কৃষকরা। গরুর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করায় এই ঘটনা ঘটছে বলে দাবী করে সে। সে বলে, ‘আমরা গো-মাতার সেবা করতে পারছি না, তাই মা’ আমাদের ক্ষতি করছে।’
তথ্যসূত্রঃ
1.UP minister’s shocker: ‘Cleaning, lying in a cowshed can cure cancer’
-https://tinyurl.com/yc4xu34x