শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ২৯

0
19

মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল জাজিরার দেয়া তথ্য অনুসারে, ১৫ অক্টোবর, মঙ্গলবার গাজা জুড়ে চালানো ইসরায়েলি গনহত্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে।

গাজা শহরের দক্ষিণে জেইতুন এলাকায় সালাহ আল-দিন মসজিদের কাছে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন।

আল জাজিরা আরো জানিয়েছে যে খান ইউনিসের পূর্বে আল-ফাখারি শহরে ইসরায়েলি হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।

এদিকে গাজার খান ইউনিসের নুসেইরাত ক্যাম্পের কাছে ইসরায়েলের জোড়া বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে।
আল জাজিরার দেয়া তথ্য অনুসারে অনুসারে, খান ইউনিসের পূর্বে বানি সুহেইলা পাড়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে একটি পৃথক হামলায় কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গত ১০ দিন ধরে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে বড় আকারের সামরিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।


তথ্যসূত্র:
1. At least 29 Palestinians killed by Israeli attacks across Gaza since early Tuesday
– https://aje.io/3m5h0w?update=3247667
2.At least 14 killed in twin Israeli attacks near Gaza’s Khan Younis, Nuseirat camp
– https://aje.io/3m5h0w?update=3247611

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান থেকে মসজিদে জুতা নিক্ষেপ
পরবর্তী নিবন্ধআখাউড়ায় ভারতীয় নাগরিকসহ আটক ২