আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুইপক্ষ্যের মাঝে সংঘর্ষ; আহত ০৪

0
31

জয়পুরহাটের পাঁচবিবিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও ছাত্রদলের চার নেতা-কর্মী আহত হয়েছে। এ ছাড়া দলটির উপজেলা কার্যালয়ের আসবাবপত্র ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। ১৫ অক্টোবর, মঙ্গলবার বিকেলে উপজেলার পৃথক এলাকায় এসব ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত নেতা-কর্মীরা হল জুলফিকার আলী, মাহিন ফেরদৌস, মো. সোহাগ, আরিফুল ইসলাম। তারা সবাই উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের অনুসারী।

গণমাধ্যমকে পুলিশ জানায়, পাঁচবিবি উপজেলায় দীর্ঘদিন ধরেই বিএনপির দুটি আলাদা পক্ষ আছে। একটি পক্ষ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হান্নান চৌধুরী অনুসারী। এ ছাড়া অন্য পক্ষটির নেতৃত্বে আছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল গফুর ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।

গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারোয়ারি মন্দিরের সামনে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে রাত ১১টার দিকে তিনমাথা এলাকায় হারুন-অর-রশিদ নামে শামীমের এক অনুসারীকে মারধর করে সাইফুল-হান্নানের লোকজন। গুরুতর আহতাবস্থায় তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে একটি মিছিল বের করে গফুর-শামীম পক্ষের লোকজন। মিছিলটি দানেজপুর এলাকায় একটি চাতালে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়।


তথ্যসূত্রঃ
১. পাঁচবিবিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৪
-https://tinyurl.com/4fe7r762

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ৬ হাজার টনেরও অধিক আনার রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়ার কান্দাহার কৃষি বিভাগ
পরবর্তী নিবন্ধ“প্রতিটি গলিতে লাশ ফেলতে ফেলতে যাবে” : আন্দোলনের সময় সুদীপ কুমারের নির্দেশ