সিরিয়ার ইদলিব ও আলেপ্পো সিটিতে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে দখলদার রাশিয়া ও আসাদ মিলিশিয়ারা। এতে ৪৫ এরও বেশি মুসলিম শহিদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) নামক উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, গত ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যায়, সিরিয়ার আলেপ্পো এবং ইদলিব সিটিতে ব্যাপক আর্টিলারি ও বিমান হামলা চালিয়েছে দখলদার রাশিয়া ও ইরান সমর্থিত আসাদ সরকারের শিয়া মিলিশিয়ারা।
এরমধ্যে ইদলিব সিটিতে রাশিয়া ও আসাদ মিলিশিয়াদের চালানো যৌথ হামলায় অন্তত ৭ জন নিহত এবং আরও ৩২ জন মুসলিম আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনই শিশু, বাকিদের অনেকেই বৃদ্ধ ও নারী।
হোয়াইট হেলমেটের তথ্যমতে, বর্বরোচিত এই হামলাটি একটি কাঠের আসবাবপত্র তৈরির ওয়ার্কশপ এবং একটি অলিভ প্রেসকে লক্ষ্য করে রাশিয়ার যুদ্ধ বিমান থেকে চালানো হয়েছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উক্ত এলাকা। এসব ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকেই, যাদের অনেককে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন কেউ কেউ। আর নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
সংস্থাটির তথ্যমতে, এদিন আলেপ্পোর পূর্বে আল-মুহসিনলি গ্রামের একটি স্কুল ও একটি মেডিকেল ক্লিনিককে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। গ্রামটির দুটি অবস্থানে যৌথভাবে ক্ষেপণাস্ত্র দ্বারা হামলাটি চালিয়েছে আসাদ সরকারি বাহিনী ও মিলিশিয়ারা। বর্বরোচিত এই হামলায় ৬ জন মুসলিম শহিদ হন। আর শহিদদের মধ্যে চারজনই ছাত্র, একজন তাদের শিক্ষক এবং অন্যজন একজন মহিলা। বর্বরোচিত এই হামলার পর বাস্তুচ্যুত হয়েছেন গ্রামটির লোকজন।