চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৪ জন

0
17

দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও আট জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৩৪ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫০ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৯৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় আছেন ১ হাজার ৭৫৯ জন। বাকি ১ হাজার ৯৯১ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

দায়িত্বশীলদের দুর্নীতি ও সঠিক সময়ে সঠিক পদক্ষেপের অভাবের কারণে ডেঙ্গুর প্রকোপ এত বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একইসাথে বিভিন্ন কার্যনির্বাহী বিভাগের মাঝে সমন্বয়হীনতাকেও দায়ী করছেন তারা।


তথ্যসূত্রঃ
১.ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
-https://tinyurl.com/5t52swuv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিলেটে বালু-পাথর লুটের নেপথ্যে বিএনপির নেতারা
পরবর্তী নিবন্ধএখনও ‘খুনি হাসিনা’র আশ্রয়দাতা ভারত