গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় রয়েছে, সেই বিষয়ে সম্প্রতি নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার আনুষ্ঠানিকভাবে কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তর। তাদের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে গণহত্যা চালানো শেখ হাসিনাকে এখনও আশ্রয় দিয়ে রেখেছে ভারত।
বৃহস্পতিবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির পর ভারতের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই রয়েছে।
ওই মুখপাত্র বলেছে, “সাবেক প্রধানমন্ত্রীর অবস্থানের বিষয়ে আমি আগেই বলেছিলাম যে, তিনি স্বল্প সময়ের নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই রয়েছেন ও থাকবেন।”
ছাত্র-জনতার আন্দোলন চরম আকার ধারণ করায় গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে পালিয়ে গিয়েছিল শেখ হাসিনা। সহস্রাধিক বাংলাদেশিকে খুন করা শেখ হাসিনাকে এখনও নিজেদের আশ্রয়ে রেখেছে ভারত সরকার।
তথ্যসূত্র:
১. এবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার অবস্থান জানাল ভারত
– https://tinyurl.com/bdhe2tpb