পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে বিজেপি শাসিত ত্রিপুরার সাব্রুমে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত ১৩ অক্টোবর স্থানীয় একটি গুদাম থেকে রাবার স্ট্যাম্প চুরির অভিযোগে গ্রেফতার হয় ওই যুবক। গ্রেফতারের ২৪ ঘন্টা পর পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয় তাকে।
পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে মুক্তির পর থেকেই অসুস্থ হয়ে পড়ে বাদল ত্রিপুরা নামক ওই যুবক। পরে গত ১৬ অক্টোবর বুধবার মারা যায় সে। পরিবারের দাবী পুলিশের অতিরিক্ত নির্যাতনের ফলেই মারা যায় ওই যুবক।
পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে মর্মে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের পরিবার।
হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। এসময় তারা আগরতলা-সাব্রুম বিশ্বরোডও অবরোধ করেছিল।
এই ঘটনায় জড়িত পাঁচ পুলিশ সদস্যকে গ্রেফতার কর হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে সাব্রুম থানা কর্তৃপক্ষ।
তথ্যসূত্রঃ
১.হেফাজত থেকে মুক্তির পর যুবকের মৃত্যু, ত্রিপুরায় নির্যাতনের অভিযোগে আটক ৫ পুলিশকর্মী
-https://tinyurl.com/mbh6s8z5