লেবাননে ৫ দখলদার সেনা খতম,আহত ৭

0
83

১৭ অক্টোবর, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় পাঁচ দখলদার সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট পদধারী ছিল।

ইসরায়েলি বাহিনীর বরাতে দিয়ে ১৮ অক্টোবর, শুক্রবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে।
নিহত পাঁচ সেনা হল- মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

ইসরায়েল পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, ওই অভিযানের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছে। আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে যে অপর একটি ঘটনায়, ইটিজিওনি ব্রিগেডের ৮১৭৩তম ব্যাটালিয়নের একজন অফিসার এবং দুইজন কমব্যাট ইঞ্জিনিয়ার গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ব্যাটালিয়নের লজিস্টিক্যাল ইউনিটের আরেকজন সৈনিকও ছিল। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার ফলে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


তথ্যসূত্র:
1. 5 soldiers killed, several more hurt amid fighting with Hezbollah in southern Lebanon
– https://tinyurl.com/4ycan5w6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজের হিট অফিসার মেয়েকে মাসে ০৮ লক্ষ টাকা বেতন দিত মেয়র আতিক
পরবর্তী নিবন্ধগেল সেপ্টেম্বর মাসেই সড়ক দুর্ঘটনায় ৪৯৮ জনের মৃত্যু