দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননজুড়ে অতর্কিত হামলা অব্যাহত রেখেছে । লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ অক্টোবর, বৃহস্পতিবার লেবাননজুড়ে হামলায় নিহত হয়েছে ৪৫ জন এবং আহত অন্তত ১৭৯ জন। ১৮ অক্টোবর, শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪১২ জনে দাঁড়ালো। এছাড়া মোট আহতের সংখ্যা ১১ হাজার ২৬৭ জন।
আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং বেশ কিছু সংখক মহিলাও রয়েছেন। নিহত তিন শিশুর বয়স চার, ছয় ও ১০ বছর।
হামলার স্থানে টানা তৃতীয় দিনের মতো ধ্বংসস্তুপ অপসারণের কাজ অব্যাহত রয়েছে। কিছু মৃতদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা ব্যবহার করা হচ্ছে। জরুরী কর্মীরা ধ্বংসস্তূপের নীচে এখনও নিখোজ ১৭ জনের সন্ধান করছেন।
বৈরুত থেকে আল জাজিরার ডরসা জাব্বারি জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ করতে আরও একদিন বা তারও বেশি সময় চলতে পারে।
তথ্যসূত্র:
1. Death toll from Israeli onslaught on Lebanon since Oct. 8, 2023 tops 2,400
– https://tinyurl.com/mrxm78da
2.At least 45 killed in Israeli strike on suburb in Lebanon’s Beirut
– https://tinyurl.com/4aav2kzk