লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবীর মামলায় গ্রেফতার বিএনপি নেতা কিং আলী

0
30

চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, লুটপাট ও কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মামুন আলী ওরফে ‘কিং আলী’। ১৭ আগস্ট, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পাহাড়তলী থানা-পুলিশ।

কিং আলী এবং তার ভাই লোকমান আলীর বিরুদ্ধে দখলচেষ্টা, মালামাল লুট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে পাহাড়তলী থানায় একটি মামলা করে এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন। মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালে আতাহার ইশরাক নামে একজনের কাছ থেকে চুক্তিপত্র অনুযায়ী জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে এন মোহাম্মদ ট্রেডিং। মূলত তাদের পাথরের ব্যবসা।

গত ১৬ অক্টোবর, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কিং আলীর ভাই লোকমান আলী তাদের প্রতিষ্ঠানে গিয়ে উচ্ছেদ এবং মালামাল লুটের হুমকি দেয়।

পরদিন ১৭ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপি নেতা কিং আলীর নেতৃত্বে অন্তত ২০০ ব্যক্তি দেশি অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এরপর গালাগাল এবং একপর্যায়ে মারধর শুরু করে কর্মচারীদের। এতে কয়েকজন আহত হয়। মারধরের কারণ জানতে চাইলে আসামিরা প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ক্যামেরা, প্রতিষ্ঠানের বিভিন্ন গাড়ি, পে-লোডার এক্সকাভেটর, ট্রাক, পানির পাম্পসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে প্রায় দুই কোটি টাকার ক্ষতি করে।

এরপর কিং আলী প্রতিষ্ঠানের অফিস কক্ষে ঢুকে নগদ ৩০ লাখ টাকা নিয়ে নেয় এবং প্রতিষ্ঠান চালাতে হলে আরও এক কোটি টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়। পরে তারা ১০ থেকে ১৫টি ট্রাক নিয়ে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

মামলার বাদী এন মোহাম্মদ ট্রেডিংয়ের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন প্রথম আলোকে বলে, ‘আমরা ভাড়াটিয়ার বলার পরও মারধর, লুটপাট চালায় মামুন আলী (কিং আলী)। তার ভয়ে আতঙ্কে আছি।’


তথসূত্রঃ
১. লুটপাট, কোটি টাকা চাঁদা দাবির মামলায় বিএনপি নেতা ‘কিং আলী’ গ্রেপ্তার
-https://tinyurl.com/4k7bpshw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম বাস তৈরি করল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভারতে উগ্রবাদী নেপালী যুবকের হামলায় আহত পাঁচ মুসলিম