ভারতে উগ্রবাদী নেপালী যুবকের হামলায় আহত পাঁচ মুসলিম

0
42

মুসলিমদের লক্ষ্য করে হামলা চলিয়েছে উগ্রবাদী এক নেপালী যুবক। ওই হামলায় আহত হয় পাঁচ মুসলিম, তার মাঝে দুইজনের অবস্থা গুরুতর। গত ১৭ অক্টোবর, বৃহস্পতিবার উত্তর প্রদেশের বারানাসে এই ঘটনা ঘটে।

ভুলুপুর পুলিশ স্টেশন এলাকায় প্রকাশ মানজি কুমার নামক ওই নেপালী যুবক মুসলিমদের লক্ষ্য করে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মানজি নামক ওই যুবক বেলচি হাতে নিয়ে একটি ব্যস্ত রাস্তায় ঘোরা-ফেরা করছে। কিছু সময় পর টুপি পাঞ্জাবি পরিহিত দুই মুসলিম মোটর সাইকেল চালক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা চালায়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাতে জানা যায়, ঘটনার সূত্রপাত হয়, উগ্রবাদী মতাদর্শে উজ্জীবিত হয়ে প্রকাশ কুমার মানজি নামক ওই যুবক হাতে একটি বেলচা নিয়ে বাইকে করে ঘটনাস্থলে আসে। বাইক থেকে নেমে সে মুসলিমদের লক্ষ্য করে গালি-গালাজ করে। সে তার হাতের বেলচিটি নিয়ে ব্যস্ত রাস্তায় ঘোরা-ফেরা করে। এক সময় ওই রাস্তা দিয়ে টুপি পাঞ্জাবী পরিহিত দুইজন মুসলিম বাইক নিয়ে যাওয়ার সময় তাদের উপর বেলচি দিয়ে আঘাত করে। তারপর স্থানীয়রা থামানোর চেষ্টা করলে তাদের উপরও হামলা করে সে।

তার এই হামলায় আহত হয় ০৫ জন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়। আহত পাঁচ জনের মাঝে দুই জনের অবস্থা গুরুতর এবং বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়পত্র দেওয়া হয়েছে। আনসার আহমাদ ও মোঃ শহীদ নামক দুই জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী মোহাম্মাদ তারিক স্থানীয় গণমাধ্যমকে জানায়, বাইক থেকে নামার পরই সে মুসলিমদের মারা উচিত এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য দেয়।

তারিক আরও জানায়, ‘শান্তি বিঘ্নিত করতেই মুসলিমদের লক্ষ্য করে এই ষড়যন্ত্রমূলক হামলা। গত এক মাস যাবত মুসলিমরা প্রতিনিয়তই এই ধরণের ঘটনার মুখোমুখি হচ্ছে। ১৭ অক্টোবর সকালে, নাম্বার প্লেট-হীন একটি বাইকে করে কিছু যুবক এসে আমাদের লোকদের লাথি ও ঘুষি মেরে চলে যায়। বিশেষ করে দাড়ি-টুপি ওয়ালা ধার্মিকদের উপর হামলা করা হচ্ছে। এই ঘটনার ব্যাপারে স্থানীয় পুলিশকে জানালে পুলিশ বিষয়টি আমলে নেয়নি এবং কোনও পদক্ষেপও গ্রহণ করেনি।’

হামলার পর নেপালী দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।


তথ্যসূত্রঃ
1.UP: Nepali Man Attacks Five Muslims with Shovel in Varanasi
-https://tinyurl.com/4z44f5x8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলুটপাট ও কোটি টাকা চাঁদা দাবীর মামলায় গ্রেফতার বিএনপি নেতা কিং আলী
পরবর্তী নিবন্ধগাজার শরণার্থী শিবিরে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ২১ নারীসহ নিহত ৩৩