গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।নিহতদের মধ্যে ২১ জনই নারী। এছাড়া আহত হয়েছে আরও ৮০ জন। প্রায় দুই সপ্তাহের বেশি সময় ধরে ওই এলাকা অবরুদ্ধ করে রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। গাজার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ১৮ অক্টোবর, শুক্রবার জাবালিয়া ক্যাম্পে চালানো এই হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ৮৫ জনেরও বেশি। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে গাজা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্যাম্পের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।
আল আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ সালহা বলেন, হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। প্রায় ৭০ জনকে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসকরা হিমসিম খাচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। তারা জাবালিয়ায় সর্বশেষ হামলায় আহত হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ওই উপত্যকায় কমপক্ষে ৪২ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এছাড়া আহত হয়েছে আরও ৯৯ হাজার ৫৪৬ জন।
তথ্যসূত্র:
1.Israeli attack said to have killed dozens in Gaza
– https://www.bbc.com/news/articles/c8xez14e7lro
2.At least 39 killed across Gaza as Israeli army escalates assault in north
– https://aje.io/76aqz3