সরকারের নিষ্ক্রিয়তার সুযোগে প্রকাশ্যে মহড়া দিল ছাত্রলীগের সন্ত্রাসীরা

0
142

চট্টগ্রাম নগরীর জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডে মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জালিম হাসিনা সরকার পতনের আড়াই মাসের মধ্যেই এই প্রথম প্রকাশ্যে মিছিল করলো ছাত্রলীগ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের আগে এসে মিছিলটি শেষ হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, জামালখান সড়কে আয়োজিত মিছিলের অগ্রভাগে দুটি মোটরসাইকেলে দুই যুবক মিছিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মুখ ছিল মুখোশে ঢাকা।

মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

শহিদুল ইসলাম শহীদ লিখেছেন, শহীদ ওয়াসীম ও শান্তর খুনিরা রাজপথে আবারো খুনের মহড়া দিচ্ছে আর সরকার ও প্রশাসন নির্বিকার ভূমিকায়। প্রশাসনে খুনিদের দোসররা এখনও সক্রিয়।

জাহিদ হাসান লিখেছেন, যারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে তাদের আসলে লজ্জা শরম বলতে কিছু নাই। তাদের নেতা-নেত্রীরা যে কুকর্ম আর দুর্নীতি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের লজ্জা হওয়া উচিত।

জামালখান এলাকায় আওয়ামী লীগের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের আধিপত্য ছিল। ৫ আগস্টের পর থেকে তাকে এলাকায় আর দেখা যায়নি। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ ছিল শৈবাল দাশ সুমনের বিরুদ্ধে।

চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ-ছাত্রলীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১. মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের মহড়া, ভিডিও ভাইরাল
– https://tinyurl.com/2s436twm
২. চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, প্রতিবাদে বিক্ষোভের ডাক বৈষম্যবিরোধী ছাত্রদের
– https://tinyurl.com/vkzvew8v

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় ইলদির যুদ্ধে মুজাহিদদের হাতে অন্তত ৭৭ শত্রু সেনা হতাহত
পরবর্তী নিবন্ধভিডিও || বাংলাদেশের জলসীমায় ২,৭০০ কেজি মাছ সহ গ্রেফতার ৪৮ ভারতীয় জেলে