চলতি বছরে (১৪০৩ হিজরি সৌরসাল) প্রতিবন্ধী, বিধবা ও এতিমদের মাঝে এখন পর্যন্ত ৯.৪৬৯ বিলিয়ন আফগানি নগদ অর্থ সেবা সরবরাহ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। মাসিক ভিত্তিতে ১ম দফায় তারা এই নগদ অর্থ সেবা লাভ করেছে। তালেবান সরকারের শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল খামুশ হাফিযাহুল্লাহ এই তথ্য জানিয়েছেন।
এছাড়া এই সকল অসহায়দের জন্য ২য় দফায় নগদ অর্থ প্রদানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, সারাদেশে বর্তমানে ৬ লাখ ৫৩ হাজার প্রতিবন্ধী, বিধবা ও এতিম শিশু রয়েছে।
উল্লেখ্য যে, বিগত বছরে এই খাতে ১৫.৪০৭ বিলিয়নের অধিক আফগানি সরবরাহ করেছিল তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই সময় ৬ লক্ষ ১২ হাজারের অধিক অসহায় ব্যক্তি মাসিক ভিত্তিতে এই সেবাটি লাভ করেছিল।
তথ্যসূত্র:
1. Over 9 Billion Afghanis Paid to Disabled Persons and Orphans This Year
– https://tinyurl.com/24bdksb4
2. Ministry of Martyrs and Disabled Affairs Presents Annual Performance Report
– https://tinyurl.com/3jv7w49y