১ম দফায় ৯.৪৬৯ বিলিয়ন আফগানি নগদ অর্থ সেবা প্রদান করেছে আফগান শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়

0
20

চলতি বছরে (১৪০৩ হিজরি সৌরসাল) প্রতিবন্ধী, বিধবা ও এতিমদের মাঝে এখন পর্যন্ত ৯.৪৬৯ বিলিয়ন আফগানি নগদ অর্থ সেবা সরবরাহ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। মাসিক ভিত্তিতে ১ম দফায় তারা এই নগদ অর্থ সেবা লাভ করেছে। তালেবান সরকারের শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ফয়সাল খামুশ হাফিযাহুল্লাহ এই তথ্য জানিয়েছেন।

এছাড়া এই সকল অসহায়দের জন্য ২য় দফায় নগদ অর্থ প্রদানের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, সারাদেশে বর্তমানে ৬ লাখ ৫৩ হাজার প্রতিবন্ধী, বিধবা ও এতিম শিশু রয়েছে।

উল্লেখ্য যে, বিগত বছরে এই খাতে ১৫.৪০৭ বিলিয়নের অধিক আফগানি সরবরাহ করেছিল তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই সময় ৬ লক্ষ ১২ হাজারের অধিক অসহায় ব্যক্তি মাসিক ভিত্তিতে এই সেবাটি লাভ করেছিল।


তথ্যসূত্র:
1. Over 9 Billion Afghanis Paid to Disabled Persons and Orphans This Year
– https://tinyurl.com/24bdksb4
2. Ministry of Martyrs and Disabled Affairs Presents Annual Performance Report
– https://tinyurl.com/3jv7w49y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে ৬২ জন নিহত, ৩০০ আহত
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শত্রু বাহিনীর বিরুদ্ধে ২৪ ঘন্টায় শাবাবের ২৬ অভিযান