আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, গত ১৭ অক্টোবর বুধবার, মধ্য সোমালিয়া ও দক্ষিণাঞ্চলে অন্তত ২৬টি পৃথক অপারেশন পরিচালনা করছেন।
শাহাদাহ এজেন্সির প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুজাহিদগণ এদিন সোমালিয়ার ৭টি রাজ্যের ১৩টি শহরে বীরত্বপূর্ণ ২৬ অভিযান পরিচালনা করেছেন। এসকল অভিযানের মধ্যে বাইদোয়া বিমানবন্দরে মুজাহিদদের হামলায় প্রাথমিকভাবে পশ্চিমা ও জাতিসংঘের অন্তত ২ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে।
এদিন মুজাহিদগণ শত্রু বাহিনীর বিরুদ্ধে সবচাইতে বেশি অভিযান পরিচালনা করেছেন মধ্য সোমালিয়ার মাদাক রাজ্যে। অঞ্চলটির বাদউইন শহরের এক কায়াদ এলাকাতেই মুজাহিদগণ শত্রু বাহিনীর বিরুদ্ধে ৫টি অপারেশন পরিচালনা করেন। প্রতিবারই মোগাদিশু বাহিনী পরাজয়ের গ্লানি ও অসংখ্য মৃত সেনার দেহ নিয়ে ফিরে গেছে। বাকি সৈন্যরা যুদ্ধের ময়দানেই ৮ সেনার মৃতদেহ রেখে ওয়াসেল শহরের দিকে পালিয়ে গেছে।
এছাড়াও হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা এদিন বে, বাকুল, শাবেলি, জিজু, জালাজদুদ ও হিরান রাজ্যেও ছোট-বড় অসংখ্য সামরিক অপারেশন পরিচালনা করেছেন। মুজাহিদদের বীরত্বপূর্ণ এসকল অপারেশনেও অনেক শত্রু সৈন্য হতাহত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে শত্রু বাহিনীর বহু সামরিক সরঞ্জাম।