গত ১৮ অক্টোবর আফগানিস্তানের বালখ প্রদেশে পাইতাখত ইস্পাত শিল্প কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। প্রদেশটির একটি নতুন শিল্পাঞ্চলে এই ইস্পাত প্লান্ট নির্মিত হচ্ছে। এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালখ প্রদেশের গভর্নর মুহাম্মদ ইউসুফ ওয়াফা হাফিযাহুল্লাহ ও অন্যান্য প্রাদেশিক কর্মকর্তাবৃন্দ।
১১০ জেরিব জায়গার উপর কারখানাটি গড়ে তোলা হচ্ছে। এর নির্মাণ ব্যয় নির্ধারিত হয়েছে ৫০ মিলিয়ন ডলার। প্রায় ৫ বছর মেয়াদে ৫টি ধাপে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।
প্রকল্পের প্রারম্ভিক পর্যায়ে ৩৫ মিলিয়ন ডলারের অধিক বিনিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে রিবার ইস্পাত উৎপাদন প্রক্রিয়া শুরু করবে কারখানাটি। পরবর্তীতে রিবার ইস্পাতের পাশাপাশি গার্ডার বিম তৈরি করা হবে। এছাড়া প্রথমবারের মত দেশে ৬ মিলিমিটার ইস্পাত তার ও সংশ্লিষ্ট অন্যান্য উপকরণ উৎপাদনের পরিকল্পনা ব্যক্ত করেছেন কারখানা কর্তৃপক্ষ। প্রতিদিন ৫০০ টন ইস্পাত তার উৎপাদনের লক্ষ্যমাত্রা তাঁরা প্রকাশ করেছেন।
কারখানাটি পরিচালনা করতে ৮০ থেকে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়া এই কারখানায় একসাথে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টগণ।
তথ্যসূত্র:
1. Construction of steel melting factory inaugurated in Balkh
– https://tinyurl.com/3274rxeh