ভারত ও পাকিস্তানে ২মাসে প্রায় ১০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি বিভাগ

0
94

আফগানিস্তানের অন্যতম কৃষিজ প্রদেশ হল কান্দাহার। অন্যান্য ফসলের পাশাপাশি পেঁয়াজ উৎপাদনেও প্রদেশটিতে সফলতা পরিলক্ষিত হচ্ছে। বিগত ২মাসে প্রদেশটি থেকে ৯ হাজার ৯৫০ টন পেঁয়াজ রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এতে রপ্তানি আয় হয়েছে ২ লাখ মার্কিন ডলার। রপ্তানিকৃত পেঁয়াজ ভারত ও পাকিস্তানে প্রেরণ করা হয়েছে।

প্রদেশটির বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কার্যালয়ের ডেপুটি আব্দুল বাকি বিনা হাফিযাহুল্লাহ তথ্যগুলো জানিয়েছেন। কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন তিনি। এছাড়া পেঁয়াজ উৎপাদনের এই সাফল্যে স্থানীয় কৃষকগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

কান্দাহার কৃষি বিভাগের দেয়া তথ্যানুযায়ী, চলতি হিজরি সৌরবছরে ১ হাজার ৯০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করেছেন প্রদেশটির কৃষকগণ। এই বছর প্রায় ৬৮ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উক্ত বিভাগের প্রধান শামসুর রহমান মূসা হাফিযাহুল্লাহ। পেঁয়াজের বর্ধিত উৎপাদন কৃষকদের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Around 10,000 tons of onions exported from Kandahar
– https://tinyurl.com/ysp6fm4v
2. Kandahar Exports 9,500 Tons of Onions to India and Pakistan
– https://tinyurl.com/yucje9s4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ৪৪ টি বিভিন্ন প্রকার সামরিক যান মেরামত করেছে তালেবান সেনাবাহিনীর কারিগরি বিভাগ
পরবর্তী নিবন্ধনাইজারের উত্তরাঞ্চলীয় সেনা সদর দফতরের নিয়ন্ত্রণ নিল আল-কায়েদা