গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

0
56

গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। ২০ অক্টোবর, রবিবার গাজা উপত্যকার হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ অক্টোবর, শনিবার গভীর রাতে বোমাবর্ষণের পর ধ্বংসস্তূপের মধ্যে অনেকে এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের ব্যাপক গোলাগুলির খবর প্রকাশের পরই সর্বশেষ বিমান হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর বিমান হামলার ফলে একের পর এক এলাকা কেঁপে উঠেছে। কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক ডজন লোক ইসরায়েলের এ হামলায় আহত হয়েছেন। অনেকে এখনও পাথরের নিচে চাপা পড়ে রয়েছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওই অঞ্চলের যোগাযোগ ও ইন্টারনেট সেবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বেইত লাহিয়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, জনবহুল আবাসিক এলাকায় বোমা হামলা করা হয়েছে এবং এতে ৭৩ জন মারা গেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সিও একই রকম তথ্য দিয়েছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পুরো আবাসিক কমপ্লেক্সটি ওই হামলায় ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল অক্টোবরের শুরু থেকে নতুন করে গাজার উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করেছে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়া এলাকায় বোমাবর্ষণ করেছে। এর মধ্যে একটি শরণার্থী শিবিরও আছে। শুক্রবার সেখানে হামলায় ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সাহায্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গত কয়েক সপ্তাহ ওই এলাকায় কোনও সহায়তা আসেনি। ইসরায়েলের নিজেদের তথ্য অনুযায়ী, গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম সেপ্টেম্বরের তুলনায় সার্বিকভাবে ধ্বসে পড়েছে।

জাতিসংঘের শীর্ষ মানবিক সহায়তা কর্মকর্তা জয়সে এমসুয়া শনিবার বলেছেন, উত্তর গাজায় ফিলিস্তিনিরা ‘অবর্ণনীয় ভয়াবহতা’র মধ্যে রয়েছে এবং তিনি এসব নৃশংসতা বন্ধের আহবান জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. At least 73 killed in Israeli strike in northern Gaza, local officials say
– https://www.bbc.com/news/articles/cevyr97vrzzo
2.Israeli strike kills at least 73 people in northern Gaza, medics say
– https://tinyurl.com/53xnufek

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরংপুরে আন্দোলনকারীদের বিরুদ্ধে আওয়ামী নেতার হত্যা মামলা নিলো পুলিশ
পরবর্তী নিবন্ধচবি শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা, আহত ৫