ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের প্রতিরোধের মুখে উত্তর গাজায় ২০ অক্টোবর, রবিবার ইসরায়েলি বাহিনীর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানায়, ১৬২তম ডিভিশনের ৪০১তম ‘আয়রন ট্র্যাকস’-এর কমান্ডার কর্নেল এহসান দাকসা রবিবার মারা গেছে। গত বছরের ডিসেম্বরে কর্নেল আইজ্যাক বেন বাশেত নিহত হওয়ার পর থেকে ড্যাক্সা হলেন ইসরায়েলি বাহিনীর নিহত ২য় কর্নেল।
ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছে, গাজার একটি অঞ্চলে নিকটবর্তী এলাকা পরিদর্শনের জন্য ট্যাংক থেকে বের হয়েছিল আহসান দাকসা। বের হওয়ার মাত্রই সে এক বিস্ফোরক হামলার শিকার হয়। এই হামলায় ইসরায়েলের আরও ২ সেনা গুরুতর আহত হয়েছে বলেও জানিয়েছে হ্যাগারি।
হ্যাগারি আরও জানিয়েছে, দাকসা কে চার মাস আগে ইসরায়েলি বাহিনীর ৪০১ তম আর্মার্ড ব্রিগেডের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তারপর থেকেই সে গাজার জাবালিয়া শরণার্থীশিবির অঞ্চলে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। কর্নেল আহসান দাকসা (৪১) ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের সদস্য।
দাকসা ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে ২০০৬ সালের লেবানন যুদ্ধেও অংশ গ্রহণ করেছিল। মার্কিন থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের (এফডিডি) মতে, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে নিহত ষষ্ঠ আইডিএফ কর্নেল হল আহসান দাকসা। এর আগে, প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে আর্মার্ড কোরের ৫৩ তম ব্যাটালিয়নের আরেক দ্রুজ লে. কর্নেল সালমান হাবাকাও গত নভেম্বরে নিহত হয়েছে।
তথ্যসূত্র:
1. Commander of IDF’s 401st Armored Brigade killed in battle in northern Gaza
– https://tinyurl.com/24zdtn4c