কয়েক ডজন মার্কিন সামরিক যান মেরামত করেছে আফগানিস্তান

0
200

মার্কিন বাহিনীর ফেলে যাওয়া আরও কয়েক ডজন সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই যানবাহনগুলো এখন দেশটির সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

গত ২২ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৯ আল-ফাতাহ কর্পসের কারিগরি বিভাগের সেনারা যানবাহনগুলো মেরামত করেছেন। এই যানবাহনের মধ্যে রয়েছে ২০টি হামভি ট্যাংক, ৭টি ইন্টারন্যাশনাল ট্রাক, ৪টি রেঞ্জার অ্যাম্বুলেন্স, ২টি জিকুইক যান এবং ২টি দেহশক যান।

এর আগেও ২০৯ আল-ফাতাহ কর্পস অনেক সামরিক যান মেরামত করেছেন। ইমারতে ইসলামিয়া প্রশাসন মেরামতকারী ইঞ্জিনিয়ারদের এই প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেছে এবং তাদেরকে আরও উৎসাহ দিতে নগদ অর্থ দ্বারা পুরস্কৃত করেছেন।


তথ্যসূত্র:
1. د ۲۰۹ الفتح قول اردو اړوند د فاریاب په لومړۍ پلې لواء کې لسګونه نظامي وسایط او ګڼ شمیر اسلحې ترمیم شوې
– https://tinyurl.com/52fy5acd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটেকসই জ্বালানী নির্ভর বিদ্যুৎ উৎপাদনের পথে আরও একধাপ অগ্রসর হল ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধটিটিপিতে ৬৩ তম প্রতিরোধ বাহিনীর যোগদান