বিগত ৩ বছরে আফগানিস্তানে গম উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বার্ষিক গম উৎপাদন ৩ মিলিয়ন মেট্টিক টন থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়েছে।
চলতি বছরে আফগানিস্তানে আবাদকৃত কৃষি জমির প্রায় ৭০ শতাংশ অংশে গম চাষ করা হয়েছে। এই বছরে প্রায় ১২.২ মিলিয়ন হেক্টর জমিতে গম চাষ হয়েছে বলে জানায় জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিভাগ। উক্ত বিভাগের দেয়া তথ্যমতে, ১৪০৩ হিজরি সৌরসালে দেশে উৎপাদিত গমের পরিমাণ ৪.৮৩ মিলিয়ন মেট্রিক টন, যা বিগত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি।
পর্যাপ্ত বৃষ্টিপাত ও পপি চাষ নির্মূলকে গমের বর্ধিত উৎপাদনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। এছাড়া স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে গমের ফলন আরও বাড়াতে তাঁরা কৃষকদের উদ্ধুদ্ধ করে যাচ্ছেন।
গমের সংকট মুহুর্তের ঘাটতি লাঘবে কৃষক পর্যায় হতে অতিরিক্ত গম ক্রয় ও মজুদ প্রক্রিয়া চালু রেখেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এই লক্ষ্যে চলতি বছরে ১৩টি প্রদেশে কৃষকদের থেকে ৩৮ হাজার টন গম ক্রয় করবে ইমারতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে ১১টি প্রদেশে এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। জরুরি সংকটে মজুদকৃত গম বাজারে সরবরাহ করা হবে। গমের দাম নিয়ন্ত্রণে রাখতে এটি একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মতামত ব্যক্ত করেছেন বিশ্লেষকগণ।
উল্লেখ্য যে, আমিরুল মুমিনীনের নির্দেশনার পর থেকে কৃষকদের মাঝে প্রায় ১ লক্ষ টন উন্নত বীজ ও ২ লক্ষ টন রাসায়নিক সার বিতরণ করেছে ইমারতে ইসলামিয়ার কৃষি বিষয়ক মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. Afghanistan’s wheat production for this year up by 10%
– https://tinyurl.com/2s3zb5se
2. Agriculture Ministry Announces Significant Increase in Wheat Yield
– https://tinyurl.com/55kamzsw