আফগানিস্তানের খোস্ত প্রদেশের দুইটি পরিবারের মধ্যে দীর্ঘ ৮০ বছর ধরে চলা শত্রুতার অবসান করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ গত ২৩ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খোস্ত প্রদেশের পুলিশ কমান্ড এবং স্থানীয় নেতাদের প্রচেষ্টায় দুই পরিবারের ৮০ বছরের মারাত্মক শত্রুতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বে পরিণত হয়েছে।
সংশ্লিষ্ট পক্ষগুলো ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলেছেন, ইমারতে ইসলামিয়ার এ সিদ্ধান্ত- তাদের উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি এড়াতে সহায়ক হয়েছে।
উল্লেখযোগ্য যে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গোত্র দ্বন্দ্ব একটি গভীর ও জটিল সমস্যা ছিল। অনেক গোত্রে এই শত্রুতা দীর্ঘদিন ধরে চলে আসছিল। তালিবান সরকার পুনঃপ্রতিষ্ঠার পর দেশব্যাপী অভ্যন্তরীণ যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে অনেক প্রদেশে শত শত শত্রুতাকে বন্ধুত্বে পরিণত করেছে।
তথ্যসূত্র:
1. 80 years of animosity reconciled in Khost
– https://tinyurl.com/y6aekwfa