চলতি মাসের ২৪ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০৫ জন

0
61

২৪ অক্টোবর, বৃহস্পতিবার ডেঙ্গুতে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে। অক্টোবরের ২৪ দিনেই মারা গেছেন ১০৫ জন। যা এবছরে সর্বোচ্চ মৃত্যু। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ২২৫ জনে।

২৪ অক্টোবর, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৪ হাজার ২২৫ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৬৮ জনের মধ্যে ৪৬ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫৩ দশমিক ৪ শতাংশ নারী।


তথ্যসূত্রঃ
১.ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০২৯
-https://tinyurl.com/3sz8k3a3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে পালানোর সময় দুই আওয়ামী নেতা আটক
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বর হামলায় গাজাতে আরও ৫৫ জনের মৃত্যু