সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় যুবলীগ নেতা সাইকুল ইসলামকে পুলিশ আটকের পর পরিবার ও স্বজনদের বাধায় হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তের চান্দের বাজারে ঘটনাটি ঘটেছে।
সাইকুল ইসলাম উপজেলার সীমান্তগ্রাম শিলডুয়ার গ্রামের বাসিন্দা ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা তাজ্জত আলীর ছেলে।
গণমাধ্যমসূত্রে জানা যায়, একটি জিআর মামলার পলাতক আসামি হিসেবে থানার এসআই নবী হোসেন সঙ্গে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য নিয়ে রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের চান্দের বাজার থেকে উপজেলা যুবলীগ নেতা সাইকুলকে গ্রেপ্তার করে। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে রওনা হয় পুলিশ। এ সময় পরিবারের লোকজন, স্বজনরাসহ তিন-চার শ মানুষ বাধা সৃষ্টি করে বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিবেশ তৈরি করে। এর এক ফাঁকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় সাইকুল।
তথ্যসূত্রঃ
১.হাতকড়া পরে যেভাবে পুলিশের কাছ থেকে পালালেন যুবলীগ নেতা
-https://tinyurl.com/srsfwcxt