পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকায় একটি সামরিক পোস্টে অভিযান চালিয়েছেন টিটিপির সশস্ত্র মুজাহিদিনরা। এতে পাকিস্তান সামরিক বাহিনীর ২৫ সদস্য নিহত এবং ২০ সদস্য আহত হয়েছে।
স্থানীয় সূত্রমতে, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার গভীর রাতে দারাবান এলাকার দারাজান্দা রোডে অবস্থিত একটি সামরিক পোস্টে অতর্কিত আক্রমণ চালিয়েছেন দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান। অভিযানে অংশ নিয়েছেন দলটির প্রায় ২৫ জন মুজাহিদ, যারা টানা এক ঘন্টা ধরে এফসি বাহিনীর উপর হামলা চালান।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে, মুজাহিদদের অতর্কিত এই অভিযানে ১০ নিরাপত্তা কর্মী নিহত এবং ১৪ জন হয়েছে। অপরদিকে স্থানীয় সূত্রগুলো বলছে, বৃহস্পতিবার রাতে সামরিক পোস্টে মুজাহিদদের পরিচালিত অভিযানে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ২৫ সদস্য নিহত এবং ২০ এরও বেশি সদস্য আহত হয়েছে। অন্য সদস্যরা সামরিক পোস্ট ছেড়ে পালিয়ে গেলে মুজাহিদগণ সংক্ষিপ্ত সময়ের জন্য চেকপোস্টের নিয়ন্ত্রণ নেন। সেই সাথে ঘটনাস্থল থেকে মুজাহিদগণ ৬টি অস্ত্র উদ্ধার করেন।
প্রতিরোধ বাহিনীর সংশ্লিষ্ট মিডিয়া থেকে জানানো হয় যে, মুজাহিদিনরা এই অভিযানটি মালাকান্দের ডেপুটি গভর্নর উস্তাদ কুরেশি এবং তার ছোট ছেলে শাহ ফয়সাল সহ কয়েকজন মুজাহিদের শাহাদাতের প্রতিশোধ হিসাবে চালানো হয়েছে। এই উপলক্ষ্যে দলটি শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার জন্য শত্রু বাহিনীকে কঠিন হস্তে জবাবদিহি করার অঙ্গীকার নবায়ন করার ঘোষণা করে।
উল্লেখ্য যে, এদিন টিটিপির মুজাহিদগণ পাকিস্তানের বান্নু, দক্ষিণ ওয়াজিরিস্তান এবং খাইবার অঞ্চলে আরও ৫টি পৃথক অভিযান পরিচালনা করছেন। ফলশ্রুতিতে শরিয়াহ্ বিরোধী পাকিস্তান সামরিক বাহিনীর আরও কয়েক ডজন সদস্য হতাহত হয়েছে।