গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ৪৩ হাজার, ৪০ শতাংশই শিশু

0
27

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় বিগত এক বছর ধরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। দখলদার রাষ্ট্রটির হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ, অর্থাৎ ১৭ হাজারের বেশি শিশু। গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দখলদার ইহুদি রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত গাজায় ৪২ হাজার ৯২৪ জন নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৫৪৪ জন।

গাজার জনসংযোগ কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলা ইসরায়েলের ৩৮৫ দিনের আগ্রাসনে ৩ হাজার ৭৩৮টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে ইসরায়েল। এসব হত্যাকাণ্ডে ৪২ হাজার ৯জন নিহত হয়েছে। নিহতদের ৪০ শতাংশ অর্থাৎ, ১৭ হাজার ২১০ জন শিশু। এই সময়ে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪৭ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।

এ ছাড়া, ইসরায়েলি আগ্রাসনে গাজার জরুরি সেবা বিভাগের ৮৩ কর্মী নিহত হয়েছেন এবং সাংবাদিক নিহত হয়েছেন ১৭৭ জন। প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১ হাজার ২০৬টি পরিবার স্রেফ নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ, এসব পরিবারের সবাই মারা গেছে।

গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ও গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে রাখায় ৩৭ ফিলিস্তিনি অনাহারে মারা গেছে। এ ছাড়া ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু অপুষ্টির কারণে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।


তথ্যসূত্র:
1. 40% of 43,000 killed by Israeli forces in Gaza are children
– https://tinyurl.com/57jrtcje

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিলাদে দাওয়াত না দেওয়ায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ; আহত ২০
পরবর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মীকে সভাপতি করে কমিটি ঘোষণা করলো রাবি ছাত্র ইউনিয়ন