পাকিস্তানে ইস্তেশহাদী হামলায় অন্তত ৩৪ সেনা হতাহত

0
332

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর একটি পোস্টে ইস্তেশহাদী হামলার ঘটনায় অন্তত ১০ সৈন্য নিহত এবং ২৪ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, গত ২৬ অক্টোবর শনিবার দুপুরের কিছুক্ষণ পর, উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহে একটি ইস্তেশহাদী হামলার ঘটনা ঘটেছে। ইস্তেশহাদী হামলটি উক্ত অঞ্চলের  ইদাক এলাকায় সড়কের পাশে অবস্থিত একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়। পাকিস্তান পুলিশ ও সেনাবাহিনীর যৌথ এই পোস্টে পরিচালিত ইস্তেশহাদী হামলায় অন্তত ১০ সেনা ও পুলিশ সদস্য নিহত হয়েছে, এসময় আরও ২৪ সদস্য আহত হয়েছে। পরে সামরিক বাহিনীর আহত সদস্যদের চিকিৎসার জন্য মিরানশাহ ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রতিরোধ বাহিনী হাফিজ-গুল-বাহাদুর গ্রুপ প্রাথমিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, ইয়াহইয়া বানুচিক নামক একজন বীর মুজাহিদ গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে সফল এই হামলাটি চালিয়েছেন। ফলশ্রুতিতে কয়েক ডজন শত্রু সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মীকে সভাপতি করে কমিটি ঘোষণা করলো রাবি ছাত্র ইউনিয়ন
পরবর্তী নিবন্ধচলতি ৯ মাসে ২৫৭ মিলিয়ন ডলার শুকনো ফল রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া