চলতি বছর আফগানিস্তান হতে কৃষিজাত পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। চলতি ২০২৪ খ্রিস্টাব্দের প্রথম ৯ মাসে ৭৩ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার মূল্যের কৃষিদ্রব্য রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া।
এই সকল পণ্যের মধ্যে রয়েছে তুলা, কিসমিস, ডুমুর, পেঁয়াজ, জাফরান, আলু, বাদাম, খুবানি, জিরা, মেথি, পেস্তা, আঙ্গুর, আপেল, তামাক, ঔষধি গাছ ও শসা। এর মধ্যে সর্বাধিক আয় হয়েছে তুলা রপ্তানিতে, যা হল ১৬ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার।
ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় হতে তথ্যগুলো জানানো হয়েছে। রপ্তানিকৃত পণ্যসমূহ ইরান, ভারত, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, কাজাখিস্তান, উজবেকিস্তান ও অন্যান্য দেশে প্রেরণ করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Agricultural Products worth over $700 million exported this year so far
– https://tinyurl.com/2s5vsmub