বর্বর ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫৩

0
39

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়ে গেছে।

২৮ অক্টোবর, সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে আরও ৫৩ জনকে হত্যা করেছে। ২৭ অক্টোবর, রবিবার গাজাজুড়ে হওয়া ইসরায়েলি হামলায় ওই ৫৩ জন নিহত হন। মৃত এসব ফিলিস্তিনির মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন উপত্যকাটির উত্তরাঞ্চলে।

এছাড়া গাজার আবাসিক এলাকায় বোমা হামলা এবং গণগ্রেপ্তারের মাধ্যমে চলমান হামলা ও অবরোধ আরও বাড়িয়েছে দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনি চিকিৎসক হুসেইন আল-হালাবি বলেছেন, “ইসরায়েলি যুদ্ধবিমান আসমা স্কুলকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। আহত বিপুল সংখ্যক মানুষকে আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটকা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন আহত। এই স্কুলটি জাবালিয়া এবং গাজা শহরের পশ্চিম এলাকা থেকে বাস্তুচ্যুত লোকেদের আশ্রয়স্থল ছিল।”

গত চার সপ্তাহ ধরে উত্তর গাজায় ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল। কিছু মেডিকেল সূত্র আল জাজিরাকে বলেছে, এই সময়ে অন্তত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. LIVE BLOG: 53 Killed in Gaza | Dozens Wounded in Tel Aviv | Talks in Doha – Day 387
– https://tinyurl.com/t7p6f5h7
2.LIVE: Egypt proposes 2-day truce as Israel kills 53 in Gaza, 21 in Lebanon
– https://tinyurl.com/yc88vkjb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধময়মনসিংহে বিদেশি পিস্তলসহ আ’লীগের দুই নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধগত ৯ মাসে ৭৩৭ মিলিয়ন ডলার মূল্যের কৃষিপণ্য বিদেশে রপ্তানি করেছে আফগানিস্তান