বহির্বিশ্বে আফগানিস্তানের পণ্য রপ্তানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একইসাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্কও গড়ে তুলছে দেশটি। এ ধারাবাহিকতায় এবার গত ৯ মাসে দেশটি ৭৩৭ মিলিয়ন ডলার মূল্যের কৃষি পণ্য বিদেশে রপ্তানি করেছে।
গত ২৭ অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি ও শিল্প মন্ত্রণালয়। রপ্তানি হওয়া কৃষি পণ্যের মধ্যে রয়েছে তুলা, কিশমিশ, ডুমুর, পেঁয়াজ, জাফরান, টমেটো, বাদাম, এপ্রিকট, জিরা, মেয়ো, পেস্তা, আঙ্গুর, আপেল, ঔষধি গাছ, শসা এবং আলু। এইসব কৃষিপণ্য ইরান, পাকিস্তান, ভারত, জার্মানি, তুরস্ক, চীন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, কাজাখস্তান, উজবেকিস্তানসহ আরও কয়েকটি দেশে রপ্তানি করা হয়েছে।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর পণ্য রপ্তানি গত বছরের তুলনায় ২০% বৃদ্ধি পেয়েছে, যা দেশের কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে দেশটির কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি আরও বাড়ানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তথ্যসূত্র:
1. تېرو ۹ میاشتو کې د ۷۳۷ میلیون ډالرو په ارزښت صادرات شوي
– https://tinyurl.com/27h52a8c